Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেতন ভাতার দাবিতে আন্দোলনে অসুস্থ হয়ে মারা গেল গার্মেন্টস কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ২১:১৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে বকেয়া বেতন ভাতার দাবিতে করা আন্দোলনে হঠাৎ অসুস্থ হয়ে এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম রাম প্রসাদ সিং (৪০)। গাজীপুর জয়দেবপুরের স্টাইল ক্রাফট লিমিটেড এর সিনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার ছিলেন তিনি।

রোববার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাম প্রসাদ। সহকর্মীরা চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কারখানাটির সেকশন ম্যানেজার আমির হোসেন জানান, গাজীপুরের ওই কারখানাটিতে দীর্ঘদিন ধরে চাকরি করতেন রাম প্রসাদ সিং। কারখানাটিতে ২০১৯ সালের পর থেকে বেতন ভাতা অনিয়মিত। কয়েক মাস পরপর এক মাসের বেতন পরিশোধ করে। সবশেষ গত ১৪ মাসের বেতন ভাতা বাকি। এই বেতন ভাতা পরিশোধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন তারা। সবশেষ গত ৫ দিন ধরে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সামনে আড়াইশ শ্রমিক আন্দোলন করে আসছিলেন।

কারখানাটির কোয়ালিটি এক্সিকিউটিভ দ্বীন ইসলাম জানান, আন্দোলনরত অবস্থায় কোয়ালিটি নির্বাহী রাম প্রসাদ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে নেওয়া হয় ইসলামি ব্যাংক হাসপাতালে। অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রাম প্রসাদের বাড়ি ফেনির ফুলগাজী উপজেলায়। অবিবাহিত ছিলেন তিনি। থাকতেন গাজীপুর চৌরাস্তা লক্ষ্মীপুরা এলাকায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে বিজয়নগর থেকে ওই ব্যক্তির সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করেছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এইচআই

গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু মুত্যু রাম প্রসাদ সিং স্টাইল ক্রাফট লিমিটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর