Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-চায়না চেম্বারে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করলেন নারগিস মুরশিদা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ২২:০৪ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২৩:৩৭

ঢাকা: বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) কার্যনির্বাহী কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা. নারগিস মুরশিদা।

রোববার (২৩ মার্চ) প্রশাসক দায়িত্ব গ্রহণ করেন বলে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত রোববর (১৬ মার্চ) মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা জানায়, সংগঠনের সাধারণ সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। এছাড়া কার্যনির্বাহী কমিটি তাদের কার্যক্রম সাধারণ সদস্যদের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করতে পারে নি। এ কারণে সংগঠনের সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে প্রতীয়মান হয়।

আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক দায়িত্ব গ্রহণের ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন। বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ (১) ধারা অনুযায়ী, ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতের স্বার্থে সংগঠনটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া, বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ এবং সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/আরএস

প্রশাসক নিয়োগ বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর