Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখন থেকে কৃষি ঋণেও সিআইবি রিপোর্ট বাধ্যতামূলক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ২২:২০ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২৩:৩৭

ঢাকা: এখন থেকে কৃষি ঋণেও সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো রিপোর্ট) যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।এতো‌দিন আড়াই লাখ টাকা পর্যন্ত কৃষি ও পল্লী ঋণে সিআইবি রিপোর্ট প্রয়োজন হতো না।

রোববার (২৩ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, এখন থেকে কৃষি ও পল্লী ঋণের (এমএফআই লিংকেজ ব্যতীত) আওতাভুক্ত সব খাতে যেকোনো পরিমাণের নতুন ঋণ মঞ্জুরি বা বিদ্যমান ঋণ নবায়নের জন্য সিআইবি রিপোর্ট যাচাই করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি রিপোর্ট যাচাই ছাড়া ঋণ প্রদান করা হলে ওই গ্রাহক বিভিন্ন ব্যাংক থেকে সর্বোচ্চ আড়াই লাখ টাকা পরিমাণের একাধিক শস্য ও ফসল ঋণ গ্রহণ করলেও ব্যাংকের পক্ষে তা জানা সম্ভব হচ্ছে না। এ প‌রি‌স্থি‌তি‌তে খেলাপি ঋণ বাড়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে। বর্তমানে সিআইবি প্রতিবেদন সংগ্রহ করা আগের তুলনায় অনেক সহজ করা হয়েছে। ব্যাংকগু‌লো বাংলাদেশ ব্যাংকের সিআইবি সার্ভার ব্যবহার করে দ্রুত ঋণ আবেদনকারীর সিআইবি রিপোর্ট সংগ্রহ করতে পারছে।

সারাবাংলা/ইএইচটি/আরএস

কৃষি ঋণ বাংলাদেশ ব্যংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর