পৌরসভার গাড়ি চালককে মারধর, যুবদল নেতার কারাদণ্ড
২৩ মার্চ ২০২৫ ২২:২৪ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২৩:৩৭
পটুয়াখালী: জেলার কলাপাড়ায় পৌরসভার গাড়ি চালককে টেনেহেঁচড়ে মারধর করার অভিযোগে যুবদল নেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৩ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত যুবদল নেতা হলেন ফোরকান তালুকদার (৫৩)। তিনি মৃত সাহেব আলী তালুকদারের ছেলে। তিনি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক বলেন, রোববার যুবদল নেতা ফোরকান তালুকদার পৌরসভার চলন্ত গাড়ি থামিয়ে চালককে টেনেহেঁচড়ে গাড়ি থেকে নামিয়ে মারধর করে। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী স্বাক্ষীরা অভিযুক্ত যুবদল নেতার অপরাধের সাক্ষ্য দিয়েছেন। এ ছাড়া অভিযুক্ত নিজেই তার দোষ স্বীকার করেছেন। তাই তাকে পেনাল কোডের ১৫৯ ধারার অপরাধে ১৬০ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্ত যুবদল নেতাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এইচআই