Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবাকে খুনের পর হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ২২:৪৯ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৮:০৫

মরদেহ। প্রতীকী ছবি

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ছেলের এলোপাথারি কোপে মকবুল হোসেন মোল্লা (৫৫) নামে এক বাবা নিহত হয়েছেন। একই ঘটনায় হার্ট অ্যাটাকে ঘাতক ছেলে রুবেল মোল্লাও (৩২) মারা গেছেন।

রোববার (২৩ মার্চ) রাতে উপজেলার মুক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দিতে এ ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন মোল্লা উপজেলার মুক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দির মৃত আব্দুল হামিদে ছেলে মকবুল হোসেন মোল্লা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ইফতারের পর বাবা ও ছেলের মধ্যে পারিবারিক কিছু বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে রুবেল মোল্লা তার বাবা মকবুল হোসেন মোল্লাকে এলোপাথারি কোপে গুরুতর আহত করে। আহত মকবুল হোসেন মোল্লাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর বাড়ির আনুমানিক ২০০ গজ দূরে ছেলের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, বাবাকে হত্যার পর হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা বলেন, সন্ধ্যায় মোক্তারের চরে পারিবারিক কলহের কারণে ছেলেটি তার বাবাকে এলোপাথারি কোপে হত্যা করেছে। হত্যার পর ছেলেটি পালিয়ে যাওয়ার সময় মাঠে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। অভিযোগের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এইচআই

ছেলের হাতে বাবা খুন টপ নিউজ নিহত বাবাকে হত্যা শরীয়তপুর হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর