Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

লোকাল করসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ২৩:১৩

বেনাপোল: যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আল আমিন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় তাকে যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক আল আমিন উপজেলার লক্ষনপুর গ্রামের মৃত সলেমান মন্ডলের ছেলে।

এ ঘটনায় ওই ভুক্তভোগীর শ্বশুর বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছেন। মামলার অভিযোগে উল্লেখ করেন, তার ছেলে বিদেশে থাকেন। পুত্রবধূ তার দুই সন্তান নিয়ে শার্শা উপজেলার খামারপাড়া গ্রামের নিজ বাড়িতে বসবাস করেন। আসামি আল আমিন বাদীর ছেলের বন্ধু। প্রায় তার বাড়িতে যাতায়াত করতেন আল আমিন। এর মাঝে তার পুত্রবধূর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন আল আমিন। ওই টাকা ফেরত দিতে গত ১৯ মার্চ রাত ১০ টার দিকে বাড়িতে আসেন আল আমিন। কথাবার্তার এক পর্যায় আল আমিন তার পুত্রবধূর মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ সময় পুত্রবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় আল আমিন।

পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আল আমিনকে দ্রুত অভিযান চালিয়ে আটক করে। তবে এলাকাবাসী বলেন, এই বিষয়ে সন্দেহ আছে।

নাভারন সার্কেলের এএসপি নিষাদআল নাহিযান জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আমরা প্রকৃত ঘটনা তদন্ত করে আদালতে রিপোর্ট দিব। তবে আসামি আল-আমিনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে ভুক্তভোগীকেও আদালতে আনা হয়। তিনি বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন।

সারাবাংলা/এইচআই

ধর্ষণ প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে যশোর শার্শা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর