Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয়: সারজিস আলম

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১৭:১৯ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৯:৩৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

নীলফামারী: দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর কোনো ধরনের হস্তক্ষেপ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে কোনো ধরনের মতানৈক্য নেই উল্লেখ করে তিনি বলেন, ‘রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প কেউ যেন না শোনায়। সেনাবাহিনীসহ অন্য কারও এটি করা উচিত নয়। সেনাবাহিনী দেশের প্রতি তাদের দায়িত্ব ও দায়বদ্ধতা যথাযথভাবে পালন করবে ‘

গুজবকে সামাজিক ব্যাধি আখ্যা দিয়ে তিনি বলেন, ‘গুজব রোধে সরকারকে একটি গুজববিরোধী সেল গঠনের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জনগণকেও গুজব সম্পর্কে সচেতন হতে হবে।’

এদিন দুপুর ও বিকেলে পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে এনসিপি নেতা সারজিস আলমের।

সারাবাংলা/এইচআই

জাতীয় নাগরিক পার্টি নীলফামারী রাজনীতি সারজিস আলম সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর