মেট্রোরেলে ফের যান্ত্রিক ত্রুটি, বন্ধ ছিল ২৭ মিনিট
২৪ মার্চ ২০২৫ ১৭:৩৭ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৭:৩৯
ঢাকা: মেট্রোরেলে আবারও যান্ত্রিক ত্রুটির কারনে ২৭ মিনিট বন্ধ রাখতে হয়েছিল মেট্রো চলাচল। ওই সময়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাংলাদেশ সচিবালয় স্টেশনে উপচে পড়া ভিড় ছিলো। ভিড়ের কারনে এক সময় স্টেশনের দরজা বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী। সোমবার (২৪ মার্চ) দুপুরের দিকে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেলের একটি ট্রেন আটকে যায়। স্বয়ংক্রিয় সিস্টেম হওয়ায় এ ট্রেনের পেছনে থাকা অন্য ট্রেনগুলোও স্ব-স্ব স্থানে আটকে যায়। জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে ৪টা ৮ মিনিট থেকে আবার মেট্রোরেল চলাচল শুরু হয়। তবে ঠিক কী কারণে যান্ত্রিক ত্রুটি হয়েছিল তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।
বিকেল ৪টার দিকে কারওয়ান বাজার স্টেশনে যাত্রী নিয়ে মতিঝিলগামী ট্রেন দাড়িয়ে ছিলো। প্রতিটি ট্রেন ছিলো যাত্রিতে ঠাসা। যেকোনো সময় ট্রেন ছেড়ে দিতে পারে, এ আতঙ্কে কেউ নামছেন না। তবে বিকেল ৪টা ৮ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বলে স্টেশনের মাইকে প্রচার করা হয়।
সারাবাংলা/জেআর