Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎দ্রুত সময়ে সরকারকে ৯ বিষয়ে মতামত দেওয়া হবে: ইসি সচিব

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১৪:২০ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ২০:২৯

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঢাকা: সরকারের পক্ষ থেকে চাওয়া ৯টি বিষয়ের ওপর দ্রুততম সময়ের মধ্যে মতামত দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ৯টি বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনাররা আলোচনা করছেন বলেও জানান তিনি।

‎মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সচিব আখতার আহমেদ বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৯টা বিষয়ের সুপারিশের উপর আমাদের মতামত চাওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে আরপিও সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিধান আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, হলফনামার খসড়া, ভোটার তালিকাকরণ অভ্যন্তরীন ও প্রবাসী, পোস্টাল ব্যালট, রাজনৈতিক ও নির্বাচনি অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ।

‎তিনি বলেন, এই ৯টি বিষয়ে আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলোর সম্পর্কে জানানো হয়েছে। নির্বাচন কমিশনাররা ও প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আমরা যত দ্রুত সম্ভব এসব বিষয়ের উপর মতামত পেশ করব। তবে এই মুহূর্তে কি কি সুপারিশ করা হবে, সে বিষয়ে কিছু বলতে পারবো না। মাননীয় কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

‎এসব বিষয়ে সুপারিশের বাস্তবায়ন করতে গিয়ে নির্বাচনে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে সচিব বলেন, নির্বাচনে প্রভাব পড়বে কিনা তা নির্ভর করছে অনেকগুলো প্রস্তাবের ওপর। তবে আমাদের দিক থেকে তাগিদটা হচ্ছে, যেকোনো বিষয় এলে তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেওয়া। যাতে করে ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায়। মূলত ডিসেম্বরকে সামনে রেখেই আমরা সমস্ত কাজ শেষ করব।

বিজ্ঞাপন

‎সংস্কার চলমান উল্লেখ করে তিনি বলেন, এটা চলতে থাকবে। এ জন্য অল্প সময়ের মধ্যে এসব সংস্কারের কথা বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে সেই বিষয়টা স্বল্পতম সময়ের মধ্যে নিয়ে যাব।

‎সারাবাংলা/এনএল/ইআ

ইসি সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর