Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আর্জেন্টিনার এই জয় বাংলাদেশেরও’

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৫ ১৩:০৭

ব্রাজিলের বিপক্ষে গোলের পর এনজো

বিশ্বকাপ বাছাইপর্বের সুপার ক্লাসিকোতে ব্রাজিলকে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। ৪-১ গোলের এই বড় জয়ে গোল করেছেন এনজো ফার্নান্দেজও। ব্রাজিলকে হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এনজো বলেছেন, আর্জেন্টিনার আজকের জয়টা বাংলাদেশেরও।

২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় থেকেই লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশি ভক্তদের উন্মাদনা নজরে এসেছে আর্জেন্টাইন ফুটবলারদের। তখন থেকেই নানা ইস্যুতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ও দেশটির ফুটবল সমর্থকদের নিয়ে পোস্ট করেন ফুটবলাররা।

এনজো ফার্নান্দেজও বেশ কয়েকবার বাংলাদেশকে উদ্দেশ্য করে পোস্ট করেছেন। ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত এক গোল করা এনজো আজও বাংলাদেশি সমর্থকদের মনে করেছেন নিজের পোস্টে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা পাশাপাশি রেখে এনজো লিখেছেন, ‘অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য ধন্যবাদ বাংলাদেশ। আমাদের এই জয়টা আপনাদেরও!’

ব্রাজিলকে উড়িয়ে দিয়ে লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল আর্জেন্টিনা।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

ছবির গল্প নৌকার হাট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৩

আরো

সম্পর্কিত খবর