চট্টগ্রামে দুষ্কৃতকারীদের হামলায় আওয়ামী লীগ নেতার মৃত্যু
২৬ মার্চ ২০২৫ ১৫:২৩ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৬:৩৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রায় ৭০ বছর বয়সী ওই ব্যক্তি আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা বলে পুলিশ জানিয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানিয়েছেন।
নিহত নুরুল ইসলাম তালুকদার (৭০) উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার সারাবাংলাকে বলেন, ‘মীরেরখীল বাজারে উনার একটি দোকান আছে। সেই দোকানে বসা অবস্থায় মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে অজ্ঞাত দুষ্কৃতকারীদের হামলায় তিনি গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে চমেক হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
‘কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে আমরা এখনও বিস্তারিত কিছু পাইনি। তিনি একটি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আমরা ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।’
সারাবাংলা/আরডি/এসআর
আওয়ামী লীগ নেতার মৃত্যু চট্টগ্রাম দুষ্কৃতকারীদের হামলা সারাবাংলা