Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদযাত্রা
বিআরটিএর অভিযান, অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ১৮:১০

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের অভিযান

ঢাকা: ঈদে ঘরমুখো মানুষ যাতে ভোগান্তিতে না পরেন এবং অতিরিক্ত ভাড়া যাতে না নেওয়া হয় সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

বুধবার (২৬ মার্চ) সায়েদাবাদ, গাবতলী, ফুলবাড়ীয়া ও মহাখালী বাস টার্মিনালে মোবাইল কোর্ট পরিচালনার সময় গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা পাওয়া যায় এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তবে সায়েদাবাদ বাস টার্মিনালে রামগতি, লক্ষীপুরগামী নীলাচল পরিবহণে ১০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কামারপাড়ায় গাইবান্ধাগামী নিউসাফা পরিবহণে দুইজন ব্যক্তির কাছ থেকে ১০০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ার অপরাধে নিউসাফা পরিবহণকে চার হাজার টাকা জরিমানা করা হয় এবং মিরপুর ডি লিংক, নীলাচল পরিবহণে ভাড়ার চার্ট/তালিকা না থাকায় চার হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়াও ফুলবাড়িয়া বাস টার্মিনালে অভিযান পরিচালনার সময় দোলা পরিবহণ, গোল্ডেন লাইন ও এমাদ পরিবহণে ভাড়ার তালিকা না থাকায় ৬০০০ টাকা জরিমানা করা হয়।

সারাবাংলা/জেআর/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর