ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ৬ এপ্রিলের ফিরতি ট্রেন টিকিট
২৭ মার্চ ২০২৫ ০৯:১১ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৩:০০
ঢাকা: টানা চতুর্থ দিনের মতো ট্রেনে ফিরতি যাত্রার টিকিট বিক্রি চলছে। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮ টা থেকে। আর দুপুর ২ টা থেকে শুরু হবে পশ্চিমাঞ্চল যাত্রীদের জন্য। দুই ভাগের টিকিটই অনলাইনে বিক্রি হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) যারা টিকিট কিনবেন তারা ৬ এপ্রিল ভ্রমণ করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরের আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৫ মার্চ এবং ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৬ মার্চ, ২৭ মার্চ বিক্রি করা হয়েছে ৬ এপ্রিল ভ্রমণের টিকিট, ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ। প্রতি বছরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের ৭দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া টিকিটের রিফান্ড করার সুযোগ থাকছে না।
এর আগে, ঈদ উপলক্ষ্যে গত ১৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। ২৪ মার্চ থেকে শুরু হয় ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি।
সারাবাংলা/জেআর/এসআর