৫ বছরের জন্য নতুন হোম ভেন্যু পেল আফগানিস্তান
২৭ মার্চ ২০২৫ ১১:০১
রাজনৈতিক অস্থিরতার কারণে নিজেদের দেশে খেলতে পারেন না তারা। ভারত ও আরব আমিরাতই তাই আফগানিস্তানের ‘হোম ভেন্যু’। এবার আগামী ৫ বছরের জন্য নতুন হোম ভেন্যু পেলেন রশিদ খানরা। আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামই এখন আফগানদের নতুন ‘ঘর’।
দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাতের কারণে আফগানিস্তান সফর করেনি কোনো ক্রিকেট দল। আফগানরা তাদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেছে ভারতের দেহরাদুন, লক্ষ্ণৌ ও গ্রেটার নয়ডাকে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতেও হয়েছে আফগানিস্তানের হোম ম্যাচ।
‘যাযাবর’ আফগানরা এবার আগামী ৫ বছরের জন্য নির্দিষ্ট হোম ভেন্যু পাচ্ছে। আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাবের সঙ্গে চুক্তি করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম নিজেদের হোম ম্যাচ খেলবেন রশিদ খানরা। সেখানে জাতীয় দলের ক্যাম্পও আয়োজন করা যাবে। একই সঙ্গে আফগান ‘এ’ দল ও বয়সভিত্তিক দলের ম্যাচগুলোও আয়োজন করা যাবে এই স্টেডিয়ামে।
আফগানিস্তানকে হোম ভেন্যু উপহার দিতে পেরে আনন্দিত আরব আমিরাত। এক বিবৃতিতে তারা বলেছেন, ‘এই চুক্তির মাধ্যমে এসিবিকে তাদের বৈশ্বিক কার্যক্রম পরিচালনা ও ক্রিকেটার উন্নয়ন প্রক্রিয়া শক্তিশালী করতে সহায়তা প্রদান করা হবে। গত কয়েক বছর আমরা আফগান ক্রিকেট দলকে আতিথ্য দিতে পেরে আনন্দিত। আমাদের এই ভেন্যু এরই মাঝে সেরা খেলোয়াড়দের স্বাগত জানিয়েছে।’
সারাবাংলা/এফএম