Sunday 30 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে ২৬ জনের মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৫ ১১:২৭ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৩:০০

আগুন নেভতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: বিবিসি

দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে এখন পর্যন্ত কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগের বয়স ৬০ থেকে ৭০ বছর।

শুক্রবার (২১ মার্চ) দক্ষিণ-পূর্ব অঞ্চলে এ ভয়াবহ দাবানলের সূত্রপাত ঘটে। এ দাবানলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে দাবানলে আরও ২৬ জন আহত হয়েছেন। তাদের ১২ জনের অবস্থা সংকটাপন্ন।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছে, হঠাৎ করেই এ দাবানল শুরু হয়। এতে তাদের ঘরবাড়ি পুড়ে গেছে। আগুন লাগার ভয়াবহ দৃশ্য বর্ণনা করে স্থানীয় একজন ব্যক্তি বলেছেন যে, তার শহরের ক্ষয়ক্ষতি ‘বিধ্বংসী’।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, এই দাবানল ইতোমধ্যে দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দাবানলের রেকর্ড গড়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে তীব্র বাতাস ও শুষ্ক জমির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে চারদিকে। বাতাসের কারণে মঙ্গলবার (২৫ মার্চ) আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার হাজার বছরের পুরনো ঐতিহাসিক মন্দিরগুলিতে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দেশটির সাংস্কৃতিক নিদর্শনগুলিকে আগুন থেকে বাঁচানোর চেষ্টায় ছুটে যাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু বলেন, ‘দাবানল নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ সব সদস্যরা মাঠে রয়েছেন। দেশে অবস্থানরত মার্কিন সেনারাও সাহায্য করতে এগিয়ে এসেছেন। পরিস্থিতি ভালো নয়।’

সারাবাংলা/এমপি

দক্ষিণ কোরিয়া দাবানল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর