ফিফা ক্লাব বিশ্বকাপ
ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, কোন দল কত পাবে?
২৭ মার্চ ২০২৫ ১২:১৫ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১২:২৭
প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ। ফিফা ফুটবল বিশ্বকাপের আদলে ৩২ দলের এই টুর্নামেন্টকে ঘিরে তাই উন্মাদনার কমতি নেই। টুর্নামেন্ট শুরুর ৮০ দিন বাকি থাকতে প্রাইজমানি ঘোষণা করল ফিফা। এবার ক্লাব বিশ্বকাপে থাকছে ১০০ কোটি ডলারের প্রাইজমানি, যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
এই বছরের ১৪ জুন যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের ক্লাব বিশ্বকাপের। টুর্নামেন্ট চলবে এক মাস, খেলা হবে যুক্তরাষ্ট্রের ১১ শহরের ১২ ভেন্যুতে। ১৪ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে হবে এবারের আসরের ফাইনাল। ৬ মহাদেশ থেকে ৩২টি ক্লাব অংশ নেবে এই আসরে, মোট ম্যাচ হবে ৬৩টি।
ইতিহাসের সবচেয়ে বড় পরিসরে আয়োজিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ শুরুর তিন মাস আগে টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করল ফিফা। সম্প্রচার সত্ত্ব পেতে দেরি হওয়ায় কিছুটা দেরিতেই প্রাইজমানি ঘোষণা করেছেন তারা। এবার পুরো টুর্নামেন্টে দেওয়া হবে ১০০ কোটি ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ১২ হাজার ১৫৭ কোটি ২৬ লাখ টাকা।
ফিফা ক্লাব বিশ্বকাপের এবারের আসরের চ্যাম্পিয়ন পাবে ১২ কোটি ৫০ লাখ ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ১ হাজার ৫১৯ কোটি ৬৫ লাখ টাকা। ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৪৪০ কোটি টাকা। অর্থাৎ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে প্রায় তিনগুণ টাকা পাবেন ক্লাব বিশ্বকাপ জয়ী দল!
ফিফা জানায়, টুর্নামেন্টে অংশ নেওয়া ৩২ দলকে শুরুতেই দেওয়া হবে মোট ৫২ কোটি ৫০ লাখ ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৬ হাজার ৩৮২ কোটি ৫৬ লাখ টাকা। ইউরোপের শীর্ষ ক্লাবগুলো টুর্নামেন্টে অংশ নিলেই পাবে ৩ কোটি ৮১ লাখ ৯০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৪৬৪ কোটি ২৮ লাখ টাকা। ওশেনিয়া মহাদেশ থেকে একমাত্র প্রতিনিধিত্ব করা অকল্যান্ড সিটি পাবে ৩৫ লাখ ৮০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৪৩ কোটি ৫২ লাখ টাকা।
গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচের জয়ী দলকে পাবে ২০ লাখ ডলার, বাংলাদেশ টাকায় যা প্রায় ২৪ কোটি ৩০ লাখ টাকা। ম্যাচ ড্র হলে দুই দল এই টাকা ভাগাভাগি করে নেবে।
শেষ ১৬তে জয়ী ৮ দল পাবে ৭৫ লাখ ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৯১ কোটি ১৭ লাখ টাকা। কোয়ার্টার ফাইনালে জয়ী ৪ দল পাবে ১ কোটি ৩১ লাখ ২৫ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ১৫৯ কোটি ৫৬ লাখ টাকা। সেমিফাইনালে জয়ী দুই দল পাবে ২ কোটি ১০ লাখ ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ২৫৫ কোটি ৩০ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ৩ কোটি ডলার, বাংলাদেশি টাকায় যা ৩৬৪ কোটি ৭১ লাখ টাকা।
সারাবাংলা/এফএম