Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতা দিবসে ড. ইউনূসকে শুভেচ্ছা বার্তা নরেন্দ্র মোদির

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১২:৩০ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৩:০৩

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসকে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

শুভেচ্ছা বার্তার চিঠিতে নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

তিনি বলেন, এই দিনটি আমাদের যৌথ ইতিহাস ও ত্যাগের প্রতীক, যা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের জন্য এক পথপ্রদর্শক হিসেবে রয়ে গেছে, যা বহু ক্ষেত্রে বিকশিত হয়েছে এবং আমাদের জনগণের জন্য দৃশ্যমান উপকার বয়ে এনেছে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমরা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি আমাদের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতা বজায় রেখে এই অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

মহোদয়, দয়া করে আমার সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা গ্রহণ করুন।

সারাবাংলা/এমএইচ/এমপি

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর