Sunday 30 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে এলো আরও ৯৫০০ মেট্রিক টন চাল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৩:০৭ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৪:২৩

ঢাকা: ভারত থেকে আরও সাড়ে ৯ হাজার মেট্রিক টন চাল এসেছে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় প্যাকেজ-৫ ভারত থেকে এই সিদ্ধ চাল নিয়ে এমভি YOUNG SHENG ১৫১ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯টি প্যাকেজে মোট চার লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এরমধ্যে দুই লাখ ৯৭ হাজার ২৬৯ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/জেআর/ইআ

চাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর