Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে বাবা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৩:৫৮ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৫:৫৯

দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার

নাটোর: নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক এবং এক নারী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নে গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বগুড়া জেলার কৈতলা এলাকার শাহরিয়ার হোসেন শাকিল ও তার দুই বছরের মেয়ে সুমাইয়া।

আহত দুইজন হলেন— নিহত শিশুর মা আয়শা আক্তার রুমী ও প্রাইভেটকার চালক। আহত চালককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, যশোর থেকে ঢাকাগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-চুমড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা চারজন গুরুতর আহত হয়েছেন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা-মেয়েকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এসআর

নাটোর বাবা-মেয়ে নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর