কর্ণফুলী থেকে খুন হওয়া ব্যাক্তির লাশ উদ্ধার
২৭ মার্চ ২০২৫ ১৪:১৮ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৪:৪৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে খুন করে লাশ গুম করার জন্য নদীতে ফেলে দেওয়া হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট লোহার গেট এলাকা থেকে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় খবর পেয়ে নদী থেকে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। তার উচ্চটা ৫ ফুট ৪ ইঞ্চি। পরনে ছিল হালকা বাদামি রঙের গোল গলার টি-শার্ট ও গাবাডিং ফুল প্যান্ট। তার শরীরের একাধিক জখমের চিহ্ন আছে।
নৌ পুলিশের সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ সারাবাংলাকে বলেন, ওই ব্যক্তিকে খুন করে গুম করার জন্য তার লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। তার কপালের ডান পাশে আঘাতের স্পষ্ট চিহ্ন আছে।
এছাড়া কপালের বিভিন্ন অংশের চামড়া ছিলে ফেলা হয়েছে। ডান চোখে গভীর ক্ষতচিহ্ন আছে। তারা চোখের পাতার চামড়া ছিলানো ছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। তার পরিচয় শনাক্ত করতে আমরা চেষ্টা করছি।
সারাবাংলা/আইসি/ইআ