Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ কর্মদিবসে সচিবালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৪:৩২

বাংলাদেশ সচিবালয়। ছবি: সংগৃহীত

ঢাকা: ঈদের বাকি এখনও চার দিন। পবিত্র ঈদুল ফিতরের আগের শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার (২৭ মার্চ)। তাই অনেকটা ঢিলেঢালাভাবেই চলতে দেখা গেছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের কাজকর্ম। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি দেখা গেলেও উপদেষ্টাদের কেউ কেউ আজ অফিসে আসেননি। আবার যারা অফিস করেছেন তাদেরকে অনেকটা ঈদের আমেজ নিয়ে কাজ করতে দেখা গেছে।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। এরমধ্যে ৩ এপ্রিল সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। সেই সঙ্গে যোগ হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সব মিলিয়ে টানা নয় দিনের ছুটি পাচ্ছেন এবার কর্মজীবিরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় ঘুরে দেখা গেছে, সবর্ত্র ছুটির আমেজ। দর্শনার্থীদের উপস্থিতি কম থাকায় নিরাপত্তাও ছিলো ঢিলেঢালা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যাও ছিলো বেশ কম। সকালের দিকে উপদেষ্টাদের উপস্থিতি দেখা গেলেও দুপুরের পরে অনেকে কাজ শেষ করে অফিস ত্যাগ করেছেন।

অনেক মন্ত্রণালয়ের সচিবদেরও অফিসে দেখা যায়নি। সকালে সংবাদ সংবাদ ব্রিফিং করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দীন আহমেদ। বিকেলে সংবাদ ব্রিফিং করবেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা এম সাখাওয়াৎ হোসেন। এদিকে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে সরকারি ছুটিকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম পরীবিক্ষণের জন্য বিদ্যুৎ বিভাগ নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। আইন শৃঙ্খলা ঠিক রাখতে কল সেন্টার খুলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যানজট পর্যবেক্ষণে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ও।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এনজে

ঈদ ছুটি সচিবালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর