Sunday 30 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক অবরোধ-বিক্ষোভ: দেয়াং পাহাড়ের ৩ হাতি সরানোর সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৪:৫০ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৫:৫৯

পিএবি সড়ক অবরোধ করেছে সাধারণ জনতা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হাতির তাণ্ডব থেকে রক্ষার দাবিতে প্রায় ছয়ঘন্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জনতা। এরপর সেনাবাহিনী-পুলিশ ও স্থানীয় প্রশাসন এবং বন বিভাগ মিলে বৈঠক করে ওই এলাকায় বিচরণ করা তিনটি হাতি পর্যায়ক্রমে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত কোরিয়ান ইপিজেডের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আনোয়ারা-বাঁশখালীগামী পিএবি সড়ক অবরোধ করে রাখেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশ গিয়ে হাতির তাণ্ডব থেকে তাদের বাঁচাতে সুনির্দিষ্ট আশ্বাস দেয়ার পর তারা সরে যান।

বিজ্ঞাপন

জানা গেছে, সড়ক অবরোধের কারণে আনোয়ারা-বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের একাংশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবরোধের কারণে কোরিয়ান ইপিজেডে গাড়ি আসা-যাওয়া বন্ধ হয়ে যায়। এর ফলে সেখানে কারখানাগুলোতে সকালে অনেক শ্রমিক কাজে যোগ দিতে পারেননি।

এছাড়া পিএবি সড়ক অবরোধের কারণে কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্ত মইজ্যারটেক থেকে গাড়ি আটকে থাকে। একইভাবে আনোয়ারা ও বাঁশখালী উপজেলা থেকে শহর অভিমুখী শত শত গাড়িও পিএবি সড়কে আটকে যায়। এর প্রভাবে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে দক্ষিণ চট্টগ্রামের একাংশের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষত চাকরিজীবী এবং ঈদ উপলক্ষে নগরী ছেড়ে যাওয়া মানুষকে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হয়েছে।

বিক্ষোভ চলাকালে সেনাবাহিনীর দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের টিম আগে থেকেই সেখানে ছিল। সার্বিক পরিস্থিতিতে সেনাবাহিনী ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, বন বিভাগ এবং কর্ণফুলী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। সেখান থেকে বেরিয়ে সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা হাতি সরিয়ে নেয়ার বিষয়ে আশ্বাস দিলে বিক্ষোভকারীরা বেলা ১২টার দিকে সরে যান।

বিজ্ঞাপন

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ সারাবাংলাকে বলেন, ‘আমরা কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষ ও বন বিভাগের সঙ্গে বৈঠক করেছি। বন বিভাগ কোরিয়ান ইপিজেডের ভেতরে পাহাড়ে থাকা তিনটি হাতি সরিয়ে নেয়ার বিষয়ে সম্মত হয়েছে। এগুলো পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে। এছাড়া সাম্প্রতিক সময়ে হাতির আক্রমণে যারা আহত হয়েছেন, তাদের দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কোরিয়ান ইপিজেডের অভ্যন্তরে দেয়াং পাহাড়ে তিনটি হাতির বিচরণ আছে। অভিযোগ আছে, পাহাড় কেটে ও তাদের আবাস্থল ধ্বংস করে কোরিয়ান ইপিজেডে বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে সেখানে হাতি ও মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। হাতিগুলো বারবার লোকালয়ে গিয়ে মানুষের বসতঘরে আক্রমণ করে।

গত ২১ মার্চ রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় হাতির আক্রমণে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। পরদিন ভোর থেকে শত, শত স্থানীয় জনতা শিশুটির লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

সারাবাংলা/আরডি/এনজে

দাবি সড়ক অবরোধ হাতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর