Sunday 30 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কার কমিশনে প্রস্তাবনা জমা দিল ১২ দলীয় জোট

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৫:৩৮ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৮:০১

জাতীয় ঐকমত্য কমিশনে প্রস্তাবনা জমা দিয়েছে ১২ দলীয় জোট।

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনে প্রস্তাবনা জমা দিয়েছে ১২ দলীয় জোট। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে কমিশনের অস্থায়ী কার্যালয়ে গিয়ে এ প্রস্তাবনা জমা দেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বদিউল আলম মজুমদার এ প্রস্তাবনা গ্রহণ করেন।

১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১০টির সঙ্গে একমত, ৪৮টির ব্যাপারে দ্বিমত পোষণ x আটটি প্রস্তাব নিয়ে নিজেদের মতামতা দিয়েছে ১২ দলীয় জোট।

প্রস্তবানা প্রসঙ্গে ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম সাংবাদিকদের বলেন, ‘শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কার ছাড়া বাকি সংস্কার নির্বাচিত সংসদ দ্বারা বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। রাষ্ট্রের নাম পরিবর্তন, গণভোট, গণপরিষদ, স্থানীয় সরকার নির্বাচনের মতো বিষয়গুলোর সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করা হয়েছে। বর্তমানে দেশে যে অস্থিরতা ও সংকট বিরাজ করছে, তা উত্তরণের একমাত্র উপায় অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন।’

‘১২ দলীয় জোট আগামী অক্টোবর মাসের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জোর দাবি জানাচ্ছে’- বলেন শাহদাত হোসেন সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মাওলানা মহিউদ্দিন একরাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম।

সারাবাংলা/এজেড/এমপি

১২ দলীয় জোট সংস্কার কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর