Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ বিভাগে কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৬:২১

ঢাকা: ভিনদেশি আগ্রাসনের বিরুদ্ধে দেশীয় সংস্কৃতি তুলে ধরার প্রয়াসে আগামী ১১ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।

বৃহস্পতিবার (২৭ মার্চ) গুলশানের উদয় টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব এবং ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি জানান, স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখ উপলক্ষে এ কনসার্ট আয়োজন করা হবে। ঢাকা মানিক মিয়া এভিনিউ, চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম এবং খুলনা স্টেডিয়ামে কনসার্ট আয়োজন করা হবে। বগুড়ার ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, ‘এই উদ্যোগের উদ্দেশ্য হল ভিনদেশি আগ্রাসনের বিরুদ্ধে দেশীয় সংস্কৃতি তুলে ধরা।’

ঢাকার কনসার্টে গান পরিবেশন করবে জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, মিলা ও প্রীতমসহ অনেক শিল্পী। এছাড়া চট্টগ্রামে থাকবে মাইলস, খুলনায় তাহসান, আসিফ, ওয়ারফেইজ আর বগুড়ায় আর্টসেল, মিজান, ভাইকিংস, হদয় খান, বেবি নাজনীনসহ স্হানীয় শিল্পীরা।

সারাবাংলা/এজেড/এমপি

কনসার্ট বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর