Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৬:১৫ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৬:২০

সড়ক দুর্ঘটনা

কুষ্টিয়া: জেলার দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

সকাল ৮ টার দিকে উপজেলার প্রাগপুর-কুষ্টিয়া মহাসড়কে বালু ভর্তি ট্রলির ধাক্কায় আসমত আলী (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হন।

অপরদিকে সকাল ৯টার দিকে মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে সরকারি সহায়তার (ভিজিএফ) চাল নিতে গিয়ে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নার্গিস বেগম (৫০) নামে এক নারী প্রাণ হারান।

নিহত আসমত আলী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের মৃত লালু মণ্ডলের ছেলে এবং নার্গিস বেগম মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর পশ্চিমপাড়া এলাকার মতলেব মন্ডলের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আসমত আলী তারাগুনিয়া বাজারে পান কিনতে যাচ্ছিলেন। পথে প্রাগপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বালু ভর্তি ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, মথুরাপুর ইউনিয়ন পরিষদে সরকারি সহায়তার চাল নিতে গিয়ে নিরাপদ পরিবহণ নামের একটি বাসের ধাক্কায় প্রাণ হারান নার্গিস খাতুন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/ইআ

কুষ্টিয়া দুর্ঘটনা নিহত প্রাণ গেল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর