ধানমন্ডিতে ডাকাত ধরায় ৫ জনকে পুরস্কার ও চাকরির ঘোষণা
২৭ মার্চ ২০২৫ ১৬:১৬ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৬:২৫
ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে র্যাব পরিচয়ে ডাকাতির সময় চারজনকে আটক করে পুলিশে দেওয়ার ঘটনায় ৫ শ্রমিককে পাঁচ হাজার টাকা করে পুরস্কার এবং পুলিশের অক্সিলিয়ারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ধানমন্ডিতে ডাকাতির ঘটনায় ডাকাতদের প্রতিরোধ করা এবং তাদের ধরতে সহায়তা করায় পাঁচজন শ্রমিকের নাম পাওয়া গেছে। সাহসিকতার জন্য ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পাঁচ শ্রমিকের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে পুরষ্কারের ঘোষণা দিয়েছেন। এছাড়া এই পাঁচজনকে অক্সিলিয়ারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়ার কথাও জানানো হয়েছে।
তালেবুর রহমান বলেন, চলমান রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ডিএমপি বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। এ সময় টহল জোরদার, কৌশলগত জায়গায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুলিশ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এর মধ্যে কেউ যদি অপরাধ করে তাদের আইনের আওতায় আনা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির ঘটনায় সাধারণ মানুষ কিভাবে তাদের সত্য – মিথ্যা চিহ্নিত করবে, প্রশ্নে তিনি বলেন, আমরা জনগকে বারবার অনুরোধ করছি, আপনাদের সামনে যদি এমন ঘটনা ঘটে তাহলে সঙ্গে সঙ্গে ৯৯৯-এ কল করবেন।
সারাবাংলা/এমএইচ/এনজে