Sunday 30 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৬:৩৮ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৬:৪০

কুষ্টিয়া জেলা স্কুলের সামনে অনুষ্ঠিত মানববন্ধন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর ও পলাতক আসামিদেরকে গ্রেফতারপূর্বক বিচার সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা স্কুলের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন জেলা স্কুলের প্রাক্তন, অধ্যয়নরত ছাত্র ও অভিভাবকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ন্যায়বিচারের স্বার্থে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। আদালতের দেওয়া রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হলেও এখনো চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক। তাদের দ্রুত গ্রেফতার না করা বিচার ব্যবস্থার প্রতি চরম অবহেলার প্রমাণ। বিশেষ করে মুনতাসির আল জেমির কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনা প্রশাসনিক ব্যর্থতার নজির।

এ সময় মানববন্ধনে শহীদ আবরার ফাহাদের পিতা বরকত উল্লাহ (বুলু), ছোট ভাই আবরার ফাইয়াজ, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিম উল হাসান অপু সহ কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সেখানে পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার এবং রায় বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

সারাবাংলা/এনজে

আবরার হত্যা কার্যকর রায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর