Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোয়ার গ্রুপের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৬:৫১ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৮:০১

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

ঢাকা: রোয়ার গ্রুপের মালিক সাইফুজ্জামান শেখরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন, বোনাসসহ যাবতীয় পাওনাদি পরিশোধে বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেছেন, শেখড় পলাতক আছেন। তার কারখানা ময়মনহিংহের ভালুকায়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের মালিকানাধীন রোয়ার ফ্যাশনের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের আপদকালীন হিসাব থেকে এক কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা দিয়ে দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি। দুই এক দিনের মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।’

টিএনডেজ নামের একটি কারখানা প্রসঙ্গে তিনি বলেন, ‘টিএনজেডের মালিক অসুস্থ। মালিকপক্ষ গাড়ি বিক্রি করে শ্রমিকের বেতন দিচ্ছেন। এটা মনে হয় বাংলাদেশে প্রথম।’

শ্রম উপদেষ্টা বলেন, ‘মাহমুদ গ্রুপের দুটি কারখানার শ্রমিকের বেতন বাবদ বাংলাদেশ ব্যাংক থেকে ১১ কোটি টাকা ছাড় করা হয়েছে। স্টাইলক্রাফট ও ইয়াং ওয়ান লিমিটেডের বিষয়ে একটা মিটিং হয়েছে। মীমাংসা হয়েছে। মোট পাঁচটি কারখানায় সমস্যা ছিল। আমরা সমাধান করার চেষ্টা করেছি।’

ঈদের আগে শ্রমিকের বেতন দিতে পারছে না এমন পাঁচটি কারখানার সমস্যা সমাধান করা হচ্ছে জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, ‘এখন আর কেউ নেই যে, বেতন দিচ্ছে না। সবাই বেতন দিয়েছে। যারা বেতন না দেওয়ার কারণে বিদেশে গমনে নিষেধাজ্ঞায় পড়েছেন। তারা বেতন দিয়েছেন মর্মে প্রমাণ দিলে বিদেশে যেতে পারবেন। এই ঈদ অন্যান্য ঈদের চেয়ে অনেক ভালো, উল্লেখ করে উপদেষ্টা আরো বলেন,রোয়ার ফ্যাশন নামে একটি কারখানার মালিক পলাতক আছেন। পলাতক থাকা অবস্থায় শ্রমিকরা কাজ করেছেন। এখন বেতন দেওয়ার মতো লোক নেই। সেজন্য আমাদের তরফ থেকে বেতনের বন্দোবস্ত করে দিয়েছি একটা কমিটি গঠনের মাধ্যমে।’

সারাবাংলা/জেআর/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর