Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনা: ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন


২৪ জুন ২০১৮ ১৫:২১

দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: গাইবান্ধা জেলার পলাশবাড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হতাহতের প্রেক্ষিতে ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রোববার (২৪ জুন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব শিশির কুমার রায়ের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য সচিব করা হয়েছে বিআরটিএ’র পরিচালককে। কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ, দায়ী ব্যাক্তিদের চিহ্নিত ও এ ধরনে দুর্ঘটনা রোধে সুপারিশ করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- রংপুরের বিভাগীয় কমিশনার, জেলা পুলিশের ডিআইজি, বিআরটির পরিচালক (এনফোর্সমেন্ট), হাইওয়ে পুলিশের ডিআইজি, গাইবান্ধার জেলা প্রশাসক, গাইবান্ধার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির প্রতিনিধি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি ও গাইবান্ধার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক।

গতকাল শনিবার (২৩ জুন) গাইবান্ধার পলাশবাড়িতে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একটি বাস উল্টে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৩১ জন।

আরও পড়ুন: ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় গেল ৩৭ প্রাণ

সারাবাংলা/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ

ডাস্টবিনে পড়েছিল নবজাতকের মরদেহ
১০ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর