ঢাকা: চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার ও রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের ব্যয় বেড়েছে। প্রকল্পটির মূল প্রস্তাবে ৩ হাজার ৮৬৯ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৫৭০ টাকা খরচ বেড়ে ৩ হাজার ৯১০ কোটি ৬৫ লাখ ৯২ হাজার ৪৭৭ টাকায় দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী কাজ চলমান অবস্থায় মাঠ পর্যায়ে কাজের ক্ষেত্রে বাস্তবতার আলোকে নির্মাণ কাজের কিছু আইটেম কম-বেশি হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৪১ কোটি ২৪ লাখ ৩৮ হাজার ৯০৭ টাকা ব্যয় বাড়ানোর ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।
আরও জানা যায়, রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মায়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্পের চকরিয়া থেকে কক্সবাজার ভায়া রামু পর্যন্ত কক্সবাজার বাজার স্টেশন ভবনের নির্মাণ কাজের ১ম ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি মূল খরচ থেকে বাড়তি যে অর্থ বাড়ালো তাতে এটি মূল চুক্তির ১ দশমিক ৭ শতাংশ বেশি। যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে সিসিইসিসি-ম্যাক্স।