Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকাশ-নগদ-রকেটের লেনদেন সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৭:৩০ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৮:৩০

ঢাকা: বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকদের লেনদেনের সীমা বাড়ানো হয়েছে। নতুন এই সীমার ফলে এখন থেকে গ্রাহকরা দৈনিক ও মাস ভিত্তিতে আগের চেয়ে বেশি টাকা ক্যাশ ইন, ক্যাশ আউট ও স্থানান্তর করতে পারবেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন হতে এজেন্ট পয়েন্ট থেকে ব্যক্তিক হিসাবে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা ক্যাশ ইন করা যাবে। আগে এর পরিমাণ ছিল ৩০ হাজার টাকা। একইভাবে প্রতি মাসে একজন গ্রাহক ২ লাখ টাকা ক্যাশ ইন করতে পারতেন, এখন তা বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে।

এ ছাড়া, এজেন্ট পয়েন্ট থেকে ব্যক্তি হিসাবে আগে ২৫ হাজার টাকা ক্যাশ আউট করা যেত; সেটি বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগে প্রতি মাসে এজেন্ট থেকে দেড় লাখ টাকা ক্যাশ আউট করা যেত; এখন সেটি বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি এসব হিসাবে ৫ লাখ টাকা পর্যন্ত হিসাব স্থিতি রাখা যাবে। আগে সর্বোচ্চ ৩ লাখ টাকা হিসাব স্থিতি রাখার সুযোগ যেত।

এ ছাড়া, লেনদেন সংখ্যার সীমাও প্রত্যাহার করা হয়েছে। তবে এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ঝুঁকি বিবেচনায় যেকোনো লেনদেনের ক্ষেত্রে এসব সীমার কম নির্ধারণ করতে পারবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

সারাবাংলা/জিএস/পিটিএম

কেন্দ্রীয় ব্যাংক নগদ বিকাশ রকেট লেনদেন সীমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর