Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে আরও গম ও সার রফতানিতে আগ্রহী রাশিয়া

সারাবাংলা ডেস্ক
২৭ মার্চ ২০২৫ ১৮:৪৭ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ২০:৫৮

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীর বৈঠক। ছবি: পিআইডি

হাইনান: রাশিয়া বাংলাদেশে আরও বেশি গম ও সার রফতানি করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশর উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক।

বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনান প্রদেশের বোয়াও শহরে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ কথা জানান।

বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। যার মধ্যে রয়েছে- রাশিয়ার অর্থায়নে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম, রাশিয়া থেকে বাংলাদেশে গম ও সার আমদানির পরিকল্পনা এবং গ্যাজপ্রমের গ্যাস অনুসন্ধান কার্যক্রম।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্রের অর্থসংক্রান্ত বিষয়গুলো সমাধান হয়েছে এবং বাংলাদেশ ঢাকায় একটি অ্যাকাউন্টে অর্থ পরিশোধ করছে।’ তিনি জানান, রূপপুর বিদ্যুৎকেন্দ্র এ বছরের শেষের দিকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ রাশিয়া থেকে আরও বেশি গম ও সার আমদানি করবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ রাশিয়ার বৃহৎ জ্বালানি সংস্থা গ্যাজপ্রমকে দেশটির অফশোর ও অনশোরে আরও অনুসন্ধান কার্যক্রম দেখতে আগ্রহী।’

আলেক্সেই ওভারচুক দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী রাশিয়ায় পড়াশোনা করতে যাক, সেটি আমরা দেখতে চাই।’

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। [সূত্র: বাসস]

সারাবাংলা/পিটিএম

গম টপ নিউজ রফতানি রাশিয়া সার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর