Sunday 30 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড়াই মাস বন্ধ থাকার পর শুরু হলো ভূটানের পাথর আমদানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৯:১৯

ভূটান থেকে পাথর বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে। ছবি: সংগৃহীত

পঞ্চগড়: টানা আড়াই মাস বন্ধ থাকার পর দেশের একমাত্র চারদেশীয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারো শুরু হয়েছে ভূটান থেকে পাথর আমদানি। এতে করে বন্দর এলাকা জুড়ে ফিরেছে খানিকটা স্বস্তি।

বন্ধ থাকার পর পরীক্ষামূলক আমদানির প্রথম দিন বৃহস্পতিবার (২৭ মার্চ) ভূটান থেকে ৪টি পাথর বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। এতে করে খানিকটা স্বস্তি ফিরেছে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে।

বন্দর সূত্রে ও ব্যবসায়ীরা জানায়, ভারত ও ভূটানের মধ্যে চলা অভ্যন্তরীণ জটিলতায় (স্লট বুকিয় দ্বন্দে) ভূটান থেকে পুরো দমে বোল্ডার পাথর আমদানি বন্ধ হয়ে যায়। এর মাঝে ২০২৪-এ নানা সমস্যায় নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ২ মাস ভারতের পাথর আমদানি বন্ধ ছিল। এদিকে জানুয়ারিতে ভারতের পাথর আমদানি শুরু হলেও ভূটান থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায়। কারণ হিসেবে ভারতের ফুলবাড়ি স্থলবন্দরে ট্রাক মালিক ও শ্রমিকরা ভুটানের পাথর বোঝাই ট্রাক গুলোকে স্লট বুকিং (সুবিধা অ্যাপস বা অনলাইনে ফি দিয়ে নিবন্ধন) এর আওতায় আনার দাবিতে আন্দোলন করলে ভূটান পাথর রফতানি বন্ধ করে দেয়। এতে করে স্থবিরতা নেমে আসে পুরো বন্দর এলাকা জুড়ে। আড়াই মাস পর ভূটান ভারতের সুবিধা অ্যাপসের আওতায় এসে ভূটান থেকে ৪টি পাথর বোঝাই গাড়ি বাংলাদেশে পাঠিয়েছে। তবে গাড়িগুলো টন হিসেবে না ট্রাক হিসেবে ফি দিয়ে প্রবেশ করেছে তা সঠিক ভাবে জানা যায়নি।

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানি গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বলেন, দীর্ঘ কয়েক মাস পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভুটান থেকে পাথর আমদানি শুরু হলো। আমরা আশা করছি এভাবে পাথর উত্তোলন আসা শুরু হলে আমাদের ব্যবসায়ীদের মধ্যে যে সংকট সেটি দূর হবে।

বিজ্ঞাপন

বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত ও ভূটানের অভ্যন্তরীণ জটিলতায় ভূটান থেকে পাথর আমদানি কার্যক্রম বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৭ মার্চ) সকল সমস্যা কাটিয়ে পরীক্ষামূলক ভাবে পাথর আসা শুরু করেছে। প্রথম দিনে ভূটানের ৪টি পাথরের ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। আশা করি কোন সমস্যা না হলে ঈদের পর থেকে যথারীতি প্রতিদিন ভূটান থেকে পাথর আমদানি হবে।

সারাবাংলা/এনজে

আমদানি পাথর ভুটান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর