রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া অন্যদের নিবন্ধন আবেদনে বাধা নেই: ইসি আনোয়ারুল
২৭ মার্চ ২০২৫ ১৯:৫২ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ২২:২৬
ঢাকা: নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের করা রিটের ওপর রুল জারি হওয়ায় এ দলটি ছাড়া অন্যদের নিবন্ধন আবেদনে কোনো বাধা নেই।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত সংক্রান্ত হাই কোর্টের রুল জারির কপি পেয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের বলেন, “রাষ্ট্র সংস্কার আন্দোলনের বাইরে অন্য যারা আছে তাদের ক্ষেত্রে (নিবন্ধন আবেদন) কোনো বাধা নিষেধ নেই। সব দলের জন্য এ গণবিজ্ঞপ্তি স্থগিত করা হয় নি। আর আদালতের রুলের জবাবও দেওয়া হবে। এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া অন্য কোনো দলের আর নিবন্ধন আবেদনে কোনো বাধা নেই।”
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ মার্চ নতুন দল নিবন্ধন আবেদন আহ্বান করেছে ইসি।
ইসির দেয়া গণবিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যমান আইন-বিধি মেনে আগামী ২০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করার সুযোগ রয়েছে।
শর্তগুলো হলো- দলটির যদি একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের কমপক্ষে এক তৃতীয়াংশ [২১টি] প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা/মেট্রোপলিটন থানায় প্রত্যেকটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন সম্বলিত দলিল থাকে।
এরই মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম এ গণবিজ্ঞপ্তি ‘সংবিধানের মূল চেতনার পরিপন্থি’ উল্লেখ করে রিট আবেদন করেন।
১৮ মার্চ রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে হাই কোর্ট। এ গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাই কোর্ট বেঞ্চ।
চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সারাবাংলা/আরএস
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার রাষ্ট্র সংস্কার আন্দোলন