২ সাংবাদিককে পিটিয়ে মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
২৭ মার্চ ২০২৫ ১৯:৫৬ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ২২:২৬
বরিশাল: বরিশালের আদালতে আসামির ছবি তুলতে গেলে দুই সাংবাদিককে পিটিয়ে আহত ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলার সময় তাদের মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান গেইটের সামনে এই ঘটনা ঘটে। বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আহত সাংবাদিকরা হলেন— নূরুল আমিন রাসেল ও মনিরুল ইসলাম। তারা বরিশাল থেকে প্রকাশিত দুটি আঞ্চলিক পত্রিকায় কাজ করেন। আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক নূরুল আমিন রাসেল ও মনিরুল ইসলাম জানান, সংবাদ সংগ্রহ করতে তারা আদালতে যান। সেখানে একটি মামলার আসামিদের অবরুদ্ধ করে রাখা হয়েছে খবর পেয়ে তারা সেখানে গিয়েছিলেন। পরে পুলিশ গিয়ে অবরুদ্ধ আসামিদের উদ্ধার করে। ছবি তুলে যখন মোটরসাইকেল নিয়ে আদালত থেকে বের হয়ে যাচ্ছিলেন তখন অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায় ছাত্রদলের সোহেল রাঢ়ি ও তার দলবল।
তার আরও জানান, এ সময় তারা তাদের আওয়ামী লীগের ট্যাগ দেয়। একপর্যায়ে তাদের মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্রদলের নেতারা। এ সময় সোহেল রাঢ়ীর সঙ্গে বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি আলমাস, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, রাজিব আহম্মেদ, সদস্য জুয়েল শেখসহ ২০-২৫ জন ছিলেন।
এ দিকে হামলার খবর ছড়িয়ে পরলে স্থানীয় সাংবাদিকরা হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। আদালতের সামনের সড়ক অবরোধ করেন। পরে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাসে পুলিশ ও সেনাবাহিনীর অনুরোধে সড়ক অবরোধ থেকে সরে দাঁড়ায় সাংবাদিকরা।
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢী জানান, যারা এসব কথা বলছেন তারা মুলাদী আওয়ামী লীগের নেতা আব্বাসের লোক। তাছাড়া কোনো মোটরসাইকেল পোড়ানোর কথা জানেন না তিনি।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারাবাংলা/এইচআই