প্যারিসে নজরুলের গানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত
২৭ মার্চ ২০২৫ ২০:১৩
ফ্রান্স: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিসের উদ্যোগে জাতীয় কবির অমর সৃষ্টি ইসলামী গানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫ প্যারিসে বাংলাদেশি অধ্যুষিত গার্দ দো নর্দ-এ ‘এস এ ওয়ার্ড’র অফিসিয়াল হল রুমে এই আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক সাংবাদিক তাজ উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক কবি সোহেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সোশ্যাল ক্লাব ফ্রান্সের সভাপতি এখলাসুর রহমান। আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি মান্নান আজাদ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অনলাইন অ্যাক্টিভিস্ট রুহুল আমিন, শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের আহবায়ক সদস্য ময়নুল হক, বিশেষ অতিথি বক্তব্য রাখেন যথাক্রমে- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিসের উপদেষ্টা সেলিম আহমদ, এস এ ওয়ার্ল্ড’র সত্বাধিকারী তরুণ উদ্যোক্তা সাব্বির আহমদ, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হুসেন সুহেল, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখন্জি, ইউরো বাংলা প্রেসক্লাবের সভাপতি তাইজুল ফয়েজ, কমিউনিটি ব্যাক্তিত্ব ও সমাজসেবী জবরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শামসুদ্দীন, মাহবুবুর রহমান, সোশ্যাল অ্যাক্টিভিস্ট জুবেল আহমদ এবং শাহপরান।
বক্তারা জাতীয় কবির কালজয়ী ইসলামী গানের ঐতিহাসিক গুরুত্ব ও রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, বাংলা কবিতা গানের সম্রাট কবি কাজী নজরুল ইসলাম যেভাবে তিনি বিদ্রোহী সত্ত্বার কবি, তেমনি ইসলামী গানের প্রবর্তকও। তার লেখা হামদ, নাথ, গজল ঈমানি চেতনাকে সমৃদ্ধ করে, মানবতা ও ন্যায়ের বার্তা বহন করে। রমজানের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে প্রবাসে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে নজরুল চর্চা আবশ্যক মনে করেন।
এ সময় জাতীয় কবির ওপর গবেষণাধর্মী বক্তব্য ও কবিতা আবৃত্তি করেন- কথাসাহিত্যিক ও ছড়াকার লোকমান আহমদ আপন, স্রোত ছোট কাগজের সম্পাদক কবি বদরুজ্জামান, কবি চৌধুরী রেজাউল হায়দার। এ ছাড়া, আবৃত্তিকার সাইফুল ইসলাম জাতীয় কবির লেখা একটি হামদ নাত পরিবেশন করেন। শেষে অনুষ্ঠানে রমজানের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করেন মাওলানা হাফিজ ক্বারী রাজু আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অনলাইন এক্টিভিষ্ট সাবেক সেনাসদস্য মীর জাহান, বাংলাদেশি বংশদ্ভুত ফরাসী নাট্য অভিনেতা শোয়েব মুজাম্মেল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিসের আহবায়ক সদস্য সাংবাদিক নজমুল হক, সামাজিক সংঘটন বৃহত্তর নোয়াখালীর যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রনি, সাবেক ছাত্রনেতা জুবের আহমদ, কামাল আহমদ, খান আরজু ও আবুবক্কর প্রমুখ।
সারাবাংলা/পিটিএম