বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের ক্রমাগত বাজে পারফরম্যান্স তার অবস্থানকে আগেই নড়বড়ে করেছে। আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর কোচ দরিভাল জুনিয়রের ভাগ্য এখন পেন্ডুলামের মতো দুলছে। গুঞ্জন উঠেছে, খুব তাড়াতাড়ি কোচের পদ থেকে বরখাস্ত হতে যাচ্ছেন দরিভাল। দরিভালের বিদায়ের পর কে হবেন ব্রাজিলের পরবর্তী কোচ, সেটাই এখন বড় প্রশ্ন।
দরিভালের অধীনে ব্রাজিল নিজেকে হারিয়ে খুঁজছে বহুদিন ধরেই। বিশেষ করে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ধুঁকছে ব্রাজিল। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট হারিয়ে কখনোই তারা শীর্ষে উঠতে পারেনি। সবশেষ আর্জেন্টিনার কাছে চার গোল হজম করে ব্রাজিল নেমে গেছে চতুর্থ স্থানে। শেষ কয়েক ম্যাচে পা হড়কালে সরাসরি বিশ্বকাপ খেলা নিয়েই দেখা দেবে শঙ্কা।
দরিভাল দায়িত্ব নেওয়ার আগেই ব্রাজিলের কোচ হিসেবে শোনা যাচ্ছিল কার্লো আনচেলত্তির নাম। তবে নাটকীয়ভাবে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করায় আনচেলত্তিকে আর ব্রাজিল ডাগআউটে দেখা যায়নি। তার বদলে দরিভালকেই বেছে নেয় ব্রাজিল। দরিভাল অবশ্য ব্রাজিলিয়ানদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। এদিকে আনচেলত্তিও রিয়াল ছাড়ছেন এমন গুঞ্জন উঠেছে।
রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তি রয়েছে ২০২৬ সাল পর্যন্ত। তবে শোনা যাচ্ছে, এই বছরের ক্লাব বিশ্বকাপের পরেই রিয়াল ছাড়বেন তিনি। এর মধ্যে দরিভালের বিদায় ঘণ্টাও বেজে যাবে। বিশ্বকাপের আগেই তাই আনচেলত্তির সঙ্গে চুক্তি করতে পারে ব্রাজিল।
যদি আনচেলত্তি রিয়ালের দায়িত্ব না ছাড়েন ও দরিভালকে এর মাঝেই বরখাস্ত করা হয়, তাহলে কে হবেন ব্রাজিলের পরবর্তী কোচ? সংবাদমাধ্যমগুলো বলছে, বর্তমান আল হিলাল কোচ হোর্হে হেসুসকে বিবেচনা করছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এই মৌসুমেই শেষ হচ্ছে আল হিলালের সঙ্গে তার চুক্তি। তবে নেইমারের সঙ্গে তার দূরত্বটা ব্রাজিলের কোচ হওয়ার পথে বাধা হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
শেষ পর্যন্ত অনেক যদি, কিন্তুর ওপর নির্ভর করছে ব্রাজিলের পরবর্তী কোচ নির্বাচন। শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে পৌঁছে গেলে কার অধীনে মাঠে নামবে ব্রাজিল, সেটার জন্য অপেক্ষা করতে হবে সমর্থকদের।