চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র জুমাতুল বিদা। এদিন নগরীর বিভিন্ন মসজিদে মুসল্লীদের উপচে পড়া ভীড় দেখা গেছে। মাহে রমজানের শেষ জুমার নামাজে ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন।
শুক্রবার (২৮ মার্চ) নগরীর বিভিন্ন মসজিদে জুমাতুল বিদা উপলক্ষে নামাজের পর বিশেষ মোনাজাত হয়।
মোনাজাতে ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং পবিত্র মসজিদুল আল আকসা পুনরুদ্ধারে মহান আল্লাহর সাহায্য কামনা করে দোয়া করা হয়। এছাড়া দেশ জাতি, মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। মোনাজাতে মহান আল্লাহর কাছে দু’হাত তুলে জানা-অজানা ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: সারাবাংলা
জুমাতুল বিদার খুতবায় উচ্চারিত হয় ‘আলবিদা, আল বিদা, ইয়া শাহরু রামাদান।’ অর্থাৎ বিদায়, বিদায় হে মাহে রমজান।
এদিন জুমার আজানের আগেই মসজিদ আসতে শুরু করেছিলেন মুসল্লিরা। নামাজের কাতার মসজিদ ছাড়িয়ে বিস্তৃত হয়েছিল আশপাশের সড়কেও। এতে অনেক জায়গায় রাস্তার একপাশও বন্ধ থাকতে দেখা গেছে। বন্ধ ছিল যানবাহন চলাচল।

মহান সৃষ্টিকর্তার প্রতি সিজদা করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবি: সারাবাংলা
নামাজ শেষে প্রিয়জনের আত্মার মাগফিরাত কামনায় কবরস্থানের সামনে খালি পায়ে দাঁড়িয়ে দু’হাত তুলে মোনাজাত করেছেন অনেকে।
জুমাতুল বিদা উপলক্ষে চট্টগ্রাম নগরীর কেন্দ্রীয় জমিয়তুল ফালাহ মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, লালদীঘি জামে মসজিদ, হযরত শাহ আমানত খান দরগাহ মসজিদ, এনায়েত বাজার শাহী জামে মসজিদ, ধনিয়ালাপাড়ার বায়তুশ শরফ জামে মসজিদ, বহদ্দারহাট জামে মসজিদ, মেহেদিবাগ সিডিএ আবাসিক এলাকা জামে মসজিদ, কাজির দেউড়ি জামে মসজিদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ,সহ নগরীর বেশিরভাগ মসজিদে ঢল নেমেছিল ধর্মপ্রাণ মুসল্লিদের।