থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পে কারণে ভবন ধসে ৪৩ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে মিয়ানমারে সৃষ্ট ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাংককে এই দুর্ঘটনা ঘটে।
থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানায়, ৩০ তলা যে ভবনটি ধসে পড়েছে সেটি নির্মাণাধীন অবস্থায় ছিল। সেখানে শ্রমিকেরা কাজ করছিল। ভূমিকম্পে ভবনটি ধসে গেলে সেখানে ৪৩ জন নির্মাণ শ্রমিক নিখোঁজে ঘটনা ঘটে।
জোনা যায় ব্যাংককের চতুচাক পার্কের কাছে নির্মাণাধীন এ ভবনটির ভেতরে ৫০ জন লোক ছিলেন।
থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিন এক ফেসবুক পোস্টে বলেছে, সাত জন মানুষ রক্ষা পেলেও বাকি ৪৩ জন আটকা পড়েছে।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি ৪৩ জন নিখোঁজের খবর জানিয়েছে।
ব্যাং সু জেলার ডেপুটি পুলিশ প্রধান ওরাপাত সুকথাই বলেন, ‘‘যখন আমি ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছি, আমি শুনতে পেলাম লোকজন সাহায্যের জন্য ডাকছে। ‘আমাকে সাহায্য কর’ বলে চিৎকার করছে। ভবনটি সরকারি অফিস হিসেবে নির্মাণ করা হচ্ছিলো।’’