মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহতের আশঙ্কা, জরুরি অবস্থা জারি
২৮ মার্চ ২০২৫ ১৮:০৪ | আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৯:০১
মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পে কারণে ব্যাংককে কমপক্ষে ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে উদ্ধারকারীরা বিবিসিকে জানিয়েছেন, শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যু হয়েছে ও ‘বিপুল ক্ষয়ক্ষতি’ হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর মিয়ানমারের ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সামরিক শাসকরা।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে মিয়ানমারে ৭ দশমিক ৭ এবং ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাংককে নির্মাণাধীন একটি বহুতল ভবন ও প্রতিবেশি দেশ মিয়ানমারে ভবন এবং সেতু ধসে পড়েছে।

ভূমিকম্পের কারণে সড়ক ভেঙে পড়ে। ছবি: বিবিসি
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিয়ানমারের তাউঙ্গু শহরে একটি মসজিদ আংশিকভাবে ধসে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। অন্যদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে অং বান শহরে একটি হোটেল ধসে কমপক্ষে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। ব্যাংককে ভূমিকম্পে কারণে ভবন ধসে ৭০ জন শ্রমিক নিখোঁজের খবর পাওয়া গেছে। নির্মাণাধীন এ ভবনটি থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভূমিকম্পে ভবন ধসের চিত্র। ছবি: বিবিসি
মান্দালয়ে অবস্থিত উদ্ধারকারী দলের একজন সদস্য বিবিসিকে বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। মৃত্যুর সংখ্যাও অনেক বেশি। এ মুহুর্তে আমরা এটুকুই বলতে পারি কারণ উদ্ধার অভিযান চলছে।
আরও পড়ুন:
মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প, বহুতল ভবন ধস
তিনি আরও বলেন, হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি, তবে কমপক্ষে শত শত লোক নিহত হতে পারে।’
মায়ানমারের ক্ষমতাসীন সেনাবাহিনী ছয়টি অঞ্চল ও রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলা হয়েছে, ‘রাষ্ট্র দ্রুত এ পরিস্থিতির তদন্ত ও মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি উদ্ধার অভিযান পরিচালনা করবে।’
নেপিদোর একটি প্রধান হাসপাতালকে ‘গণহত্যা এলাকা’ ঘোষণা করা হয়েছে। একজন সেনাকর্মকর্তা এএফপি সংবাদ সংস্থাকে এ বিষয়টি নিশ্চিত করেছে।

ভূমিকম্পের আফটার শকের আতঙ্কে মানুষ রাস্তায় বসে আছে। ছবি: রয়টার্স
ভূমিকম্পের পরপর কম্পন অব্যাহত থাকায়, মান্দালয়ের সব বাসিন্দাদের বাড়িঘর থেকেজ সরিয়ে নেওয়া হয়েছে। কিছু লোক এখনও রাস্তায় রয়েছেন। শহরের চারপাশে দমকলের গাড়ি ও অ্যাম্বুলেন্স চলাচল করতে দেখা যাচ্ছে। শহরজুড়ে জরুরি যানবাহনের শব্দ শোনা যাচ্ছে।
আরও পড়ুন:
ব্যাংককে ভূমিকম্পে ভবন ধস, ৪৩ শ্রমিক নিখোঁজ
ব্যাংককের সরকার চ্যাডচার্ট সিত্তিপুন্ট ভূমিকম্পে সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্ক করে দিয়ে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সারাবাংলা/এমপি