ঢাকা: ঈদের বোনাস হয়নি এখনো দেশের ১৭ শতাংশ শিল্প কারখানায়। আর বোনাস হয়েছে প্রায় ৮৩ শতাংশ কারখানায়। মার্চ মাসের বেতন পরিশোধ হয়েছে ৫৫ শতাংশের কিছু বেশি শিল্প কারখানায়। আর মার্চ মাসের বেতন হয়নি ৪৫ শতাংশ কারখানায়।
শুক্রবার (২৮ মার্চ) রাতে শিল্প পুলিশের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
শিল্প পুলিশের তথ্য মতে, দেশের মোট ৯ হাজার ৬৯৫টি শিল্প কারখানার মধ্যে বোনাস হয়েছে ৮ হাজার ৩৯টি কারখানায়, বোনাস হয়নি ১ হাজার ৬৫৬টি কারখানায়। বোনাস পরিশোধের হার ৮২ দশমিক ৯২ শতাংশ ও এখনো বোনাস হয়নি ১৭ দশমিক শূন্য ৮ শতাংশ কারখানায়।
আরও পড়ুন:এখনো বোনাস হয়নি ২৫ শতাংশ শিল্প-কারখানায়
শিল্প পুলিশের তথ্য মতে আরও জানা যায়, ৯ হাজার ৬৯৫টি শিল্প কারখানার মধ্যে মার্চ মাসের বেতন হয়েছে ৫ হাজার ৩৪৩টি কারখানায়, আর বেতন হয়নি ৪ হাজার ৩৫২টি কারখানায়। অর্থাৎ মার্চ মাসের বেতন হয়েছে ৫৫ দশমিক ১১ শতাংশ কারখানায় ও বেতন হয়নি ৪৪ দশমিক ৮৯ শতাংশ কারখানায়।
এরইমধ্যে ৯ হাজার ৬৯৫টি শিল্প কারখানার মধ্যে ছুটি হয়েছে ৪ হাজার ২২৯টি কারখানায়। অর্থাৎ এখন পর্যন্ত ছুটি হয়েছে ৪৩ দশমিক ৬২ শতাংশ কারখনায় ও ছুটি হয়নি ৫৬ দশমিক ৩৮ শতাংশ কারখানায়। এর আগে, প্রায় ২৫ শতাংশ কারখানায় ২৭ মার্চ পর্যন্ত বোনাস বাকি ছিল।