Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে পিকিং বিশ্ববিদ্যালয়

সারাবাংলা ডেস্ক
২৯ মার্চ ২০২৫ ১২:২২

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ডক্টরেট ডিগ্রি দিচ্ছে পিকিং বিশ্ববিদ্যালয়।

অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

শনিবার (২৯ মার্চ) সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণের প্রাক্কালে ড. ইউনূসকে এ সম্মাননা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে এই সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়। এরপর তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন।

ভাষণে ড. ইউনুস বলেন, ‘যে নতুন বাংলাদেশের দায়িত্ব পেয়েছি, সেখান থেকে দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার। তবে সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা রয়েছে। তা কাটিয়ে উঠতে দেশের উন্নয়নে সব নাগরিকের অংশগ্রহণ দরকার।’

তিনি বলেন, ‘সঠিক সুযোগের উন্নয়নের জন্য আমার দেশের অসংখ্য তরুণ যুদ্ধ করে যাচ্ছে। আমার দেশের মানুষ গরীব কারণ অর্থনৈতিক ব্যবস্থা তাকে দমন করে রেখেছে। এটিই আমার দেশের জনগনের সকল সমস্যার মূলে।’

অনুষ্ঠানে পিকিং বিশ্ববিদ্যালয় পরিষদের চেয়ারম্যান হে গুয়াংচাইসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চার দিনের চীন সফর শেষে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। সফরে বড় পরিসরে কথা হয়েছে তিস্তা প্রকল্প নিয়ে। এর আগে বৃহস্পতিবার বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সারাবাংলা/ইআ

ডক্টরেট ডিগ্রি প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর