ঢাকাসহ দেশের ৪ বিভাগে তাপপ্রবাহ, কমতে পারে রাতের তাপমাত্রা
২৯ মার্চ ২০২৫ ১৩:০২ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৪:১০
ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগের ওপর দিয়ে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদফতর বলছে, দুইদিন পরে এই পরিস্থিতির উন্নতি হতে পারে, কমতে পারে দিনের তাপমাত্রা। তবে এদিন রাতের তাপমাত্রা কম থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (২৯ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর ও সিরাজগঞ্জ জেলা সমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
তবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে। এদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বৃষ্টির দেখা পাওয়া যাবেনা রোববারও (৩০ মার্চ)।
এদিনের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে তাপপ্রবাহের তথ্য নেই। অন্যদিকে সোমবারের (৩১ মার্চ) পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা অনুযায়ী, সামান্য পরিবর্তন হতে পারে। এদিকে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে এর কোনো প্রভাব দেশের ওপরে পড়বে না।
সারাবাংলা/জেআর/এমপি