ঈদযাত্রা: ১২ ঘণ্টায় পদ্মাসেতু থেকে ২ কোটি টাকা টোল আদায়
২৯ মার্চ ২০২৫ ১৪:৪১ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৭:২২
ঢাকা: গত ১২ ঘণ্টায় পদ্মাসেতু থেকে এক কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা থেকে শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত এ টোল আদায় করা হয়। এই সময়ে পদ্মাসেতু দিয়ে যানবাহন পার হয়েছে ১৮ হাজার ১২৭টি যানবাহন। এদিন দুপুর সোয়া ১২টার পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এসব তথ্য জানান।
নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, পদ্মাসেতু ব্যবহার করে পার হওয়া যানবাহনের মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১২ হাজার ৯৫৩টি এবং জাজিরা প্রান্ত দিয়ে পার হয়েছে ৫ হাজার ১৭৪টি গাড়ি। একই সময় পদ্মাসেতু দিয়ে ৩ হাজার ৮৬৬টি মোটরসাইকেল পারাপার হয়েছে।
তিনি বলেন, শুক্রবার ভোর থেকে ঈদে ঘরমুখী মানুষের যানবাহনের অতিরিক্ত চাপ ছিল। এতে পদ্মা সেতুতে টোল আদায় পঞ্চম সর্বোচ্চ রেকর্ড হয়েছে। তবে শুক্রবারের তুলনায় শনিবার যাত্রী ও যানবাহনের চাপ কম।
সূত্র জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত পদ্মা সেতুতে গত বছর ঈদের পর সর্বোচ্চ টোল আয়ের রেকর্ড হয়েছে। ওই ২৪ ঘণ্টায় ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা টোল আদায় হয় এবং সেতু দিয়ে ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পারাপার হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৯ এপ্রিল ঈদের সময় এক দিনে টোল আদায় করা হয়েছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। সে বছর ১৪ জুন আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা। ২০২৩ সালে সর্বোচ্চ টোল আদায় করা হয়েছিল ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।
সারাবাংলা/জেআর/ইআ