Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসি’র সঙ্গে বিএনপির বৈঠক: গাজীপুরের পুলিশ সুপার বদলির দাবি


২৪ জুন ২০১৮ ১৭:৩৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে তারা গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদকে অন্যত্র বদলির দাবি জানিয়েছে।

রোববার (২৪ জুন) বিকেল ৩টার দিকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে এই বৈঠক হয়। প্রতিনিধি দলের বাকি দুজন হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও বরকত উল্লাহ বুলু।

গাজীপুর সিটিতে পুলিশ ক্ষমতার অপব্যবহার করছে উল্লেখ করে মঈন খান বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে পুলিশ সুপার হারুনুর রশিদকে অন্যত্র বদলি করতে হবে। বিএনপি নেতাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে পুলিশ। বিভিন্নভাবে নেতাকর্মীদের পুলিশ হয়রানি করছে। জামিনে থানা নেতাকর্মীদের আটক করা হচ্ছে। গত দুইদিন গাজীপুরে ব্যাপক ধরপাকড় চালানো হচ্ছে। যেটি নির্বাচনকে বাধাগ্রস্ত করবে।’

বিএনপির এ নেতা বলেন, ‘বর্তমানে নির্বাচনে ভোট কারচুপির ধরন পরিবর্তন হয়েছে। এখন পর্দার অন্তরালে ভোট কারচুপি হচ্ছে। খুলনা সিটি নির্বাচনে আমার এই প্রক্রিয়া দেখতে পেয়েছি। এই প্রক্রিয়া এখন আমার গাজীপুরে লক্ষ্য করতে পারছি। এমন ভোট কারচুপি হলে জাতীয় নির্বাচনেও এর প্রভাব পড়বে।’

তিনি আরও বলেন, ‘ইসি যদি তার সঠিক ক্ষমতা প্রয়োগ করে তাহলে গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু সেটি তারা করেছে না। প্রশাসনের হস্তক্ষেপে তারা ক্ষমতার অপব্যবহার করছে।’

আরও পড়ুন: ইসিতে বিএনপির প্রতিনিধি দল

সারাবাংলা/জিএস/এমএইচ/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ

আরও ৩৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৮

ডিএমপিতে ৩৭ কর্মকর্তার বদলি
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৫

সম্পর্কিত খবর