Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্প এলাকায় শিল্প পুলিশের বাড়তি টহল থাকবে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ১৫:৩৯

পুলিশি টহল। ছবি: সংগৃহীত

ঢাকা: ঈদের ছুটিতে শিল্প এলাকায় শিল্প পুলিশের বাড়তি টহল থাকবে। ছুটিকালীন সময়ে সংশ্লিষ্ট কারখানার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চুরি-ডাকাতি ও অগ্নিকান্ড প্রতিরোধের জন্য সংশ্লিষ্ট কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে শিল্প পুলিশ।

শনিবার (২৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বিভিন্ন পদক্ষেপ’ শীর্ষক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল-ফিতর-২০২৫ উপলক্ষ্যে ঈদের বোনাস, মার্চ মাসের বেতন বিজিএমইএ সহ অন্যান্য সংগঠন এর শিল্প প্রতিষ্ঠান প্রায় সবাই পরিশোধ করেছে। শিল্পাঞ্চল পুলিশের সহযোগিতা ও আন্তরিক নিষ্ঠা ও নিবিড় তদারকিতে এবারের ঈদের বোনাস ও মার্চ মাসের বেতন পরিশোধে শিল্প-সেক্টরে শ্রমিকদের মধ্যে স্বস্তি এসেছে। এখনও দুই একটি ফ্যাক্টরি বোনাসসহ বেতন পরিশোধ করতে পারেনি। কিন্তু বিজিএমইএ, শ্রম মন্ত্রণালয় ও শিল্পাঞ্চল পুলিশ শ্রমিকদের বেতন-ভাতা, বোনাস পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে।

এছাড়া এখন শিল্প পুলিশের সদস্যরা পুলিশিং কার্যক্রম হিসাবে ঢাকা-টাঙ্গাইল রোডের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখার কাজ করছে এবং জেলা পুলিশের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করছে। ঈদের ছুটি চলাকালীন শিল্প এলাকায়, বিশেষ করে শ্রমঘন এলাকার আবাসিক এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থিত কারখানার আশপাশে রাত্রিকালীন টহল ডিউটি জোরদার করা হয়েছে। শিল্প পুলিশের পক্ষ থেকে যাত্রী সাধারণের সচেতনতামূলক প্রচারণা অব্যাহত আছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুত সাড়াদান নিশ্চিতকরণের জন্য পেট্রোল কার্যক্রম চলমান।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছুটিকালীন সময়ে সংশ্লিষ্ট কারখানার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চুরি-ডাকাতি ও অগ্নিকান্ড প্রতিরোধের জন্য সংশ্লিষ্ট কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদের ছুটিতে ঢাকা থেকে বহির্গামী বিপুল সংখ্যক শ্রমিকের যাতায়াতকালে যাত্রা পথে যেন ছিনতাই, পকেটমার ও অজ্ঞান পার্টির কবলে না পরে সেজন্য গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতা সৃষ্টি করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ

শিল্প পুলিশের টহল