গণঅভ্যুত্থানে শহিদ পরিবার-আহতদের মাঝে চেক বিতরণ
২৯ মার্চ ২০২৫ ১৬:৪২
যশোর: জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের যশোর জেলা পরিষদের পক্ষ থেকে চেক বিতরণ করা হয়। শনিবার (২৯ মার্চ) দুপুরে জেলা কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সভাকক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠান হয়।
এ সময় ২৫ জন শহিদ পরিবারের মাঝে প্রতি পরিবারকে ২ লাখ টাকার চেক দেওয়া হয়। এ ছাড়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ক্যাটাগরির একজন আহতকে ২ লাখ টাকার চেক ও বি ক্যাটাগরির ৪ জন আহতকে প্রতিজনকে এক লাখ টাকার চেক বিতরণ করা হয়।
যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ ও আহতরা জীবন বাজি রেখে দেশের জন্যে কাজ করেছে। যারা চলে গেছেন তারা ফিরে আসবে না, তবে আজকের এই চেক বিতরণ শুধু রাষ্ট্রে ও প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারের সঙ্গে থাকার নমুনা মাত্র। যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবার নয়।
তিনি আরও বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমাজ, ঘুষ ও অপরাধমুক্ত দেশ গঠনের জন্যে তাদের আত্মত্যাগকে যে আমরা স্মরণ রাখি। তাদের তাজা রক্তের ওপর দাঁড়িয়ে আমরা যেনো সাম্য বজায় রেখে বাংলাদেশকে সত্যিকারের গণতন্ত্রপূর্ণ দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকি। তাদের আত্মত্যাগকে মর্যাদা দিতে পারি।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের প্রধান সমন্বয়ক রাশেদ খান, জাতীয় নাগরিক পার্টির সদস্য শোয়াইয়ুব হোসেন বক্তব্য দেন। এর আগে শহিদ ইমতিয়াজ জাবিরের পিতা নওশের আলী ও আহত শিক্ষার্থী সৌমেন তাদের অনুভূতি এবং জুলাই স্মৃতি উপস্থাপন করেন।
সারাবাংলা/এইচআই