Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধুর ঈদের পোশাক পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না ৩ ভাইয়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ১৭:২০ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৯:১৩

বন্ধুর ঈদের পোশাক পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো তিন ভাইয়ের। ছবি: সারাবাংলা

পিরোজপুর: বন্ধুর ঈদের পোশাক বাড়ি পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো তিন ভাইয়ের। পথে জেলার মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন জন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২৯ মার্চ) পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা এলাকার এ দুর্ঘটনা ঘটে। পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান তথ্যটি নিশ্চিত করেছেন।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলো- উপজেলার বাইশকুরা ইউনিয়নের টিকিকাটা গ্রামের মো. নাসির খাঁন মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)।

জানা গেছে, ওই গ্রামের মো. নাসির খাঁন ও শিউলি বেগম দম্পতির চার সন্তান ছিল। শনিবার একই সঙ্গে নিহত হলেন তিন সন্তান। আর দুই বছর আগে পানিতে ডুবে একজনের মৃত্যু হয়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে তিন ভাই মিলে পার্শ্ববর্তী বরগুনা জেলার পাথরঘাটায় বড় ভাইয়ের বন্ধুর জন্য কেনা ঈদের নতুন পোশাক পৌঁছে দিতে যাচ্ছিলেন। পোশাক পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় রাজিব পরিবহণের যাত্রীবাহী বাসচাপায় প্রাণ যায় তিন সহোদরের।

‎স্থানীয়রা জানান, দুপুরে তিন ভাইয়ের মরদেহ উপজেলার গুলিশাখালী গ্রামের নানা বাড়িতে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। তাদের মরদেহ দেখে বাবা-মাসহ আশপাশের মানুষের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। শেষবারের মতো একনজর দেখতে আশপাশের অসংখ্য মানুষ ওই বাড়িতে ভিড় করেন।

‎নিহত তিন ভাইয়ের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর বারবার মূর্ছা যাচ্ছিলেন নিহতেদের মা শিউলি বেগম। ঈদের আগ মুহূর্তে তিন সন্তানকে হারিয়ে বারবার কেঁদে উঠছেন তিনি। কান্না জড়িত কণ্ঠে মা শিউলি বেগম বলেন, ‘আমার তো সব শেষ হয়ে গেল। বন্ধুর জন্য কেনা ঈদের জামা পৌঁছে দিতে গেল আর ফিরে এলো না। এখন আসছে সবাই লাশ হয়ে।’

বিজ্ঞাপন

‎নিহতদের মামা বুলু হাওলাদার বলেন, ‘ওরা সবাই ঢাকায় থাকে। বড় জন গার্মেন্টসে চাকুরি করে। ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিল। বাড়িতে এসে বড় ভাগনে নাঈমুজ্জামান শুভ আজ সকালে তার বন্ধুর পরিবারের জন্য ঢাকা থেকে আনা ঈদের পোশাক পৌঁছে দিতে গিয়েছিল। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনজনই নিহত হলো। পরিবারটা পুরোপুরি নিঃস্ব হয়ে গেল।’

‎একই পরিবারের তিন সন্তানের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের মাতম চলছে।

সারাবাংলা/পিটিএম

ঈদের পোশাক বন্ধু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর