Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পার্বত্য উপদেষ্টার ‘কুশপুতুল’ পুড়িয়ে পদত্যাগ দাবি

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৯ মার্চ ২০২৫ ১৭:২৩

সমাবেশ শেষে সুপ্রদীপ চাকমার কুশপুতুল পোড়ানো হয়।

রাঙ্গামাটি: সম্প্রতি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক খাতে বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ এনে মন্ত্রণালয়ের উপদেষ্টার কুশপুতুল পোড়ানো হয়েছে। বিক্ষোভ কর্মসূচি থেকে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার পদত্যাগের দাবি জানানো হয়।

শনিবার (২৯ মার্চ) দুপুরে রাঙ্গামাটি জেলা শহরের প্রাণকেন্দ্র বনরূপায় ‘সচেতন ছাত্র-জনতার’ ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর আগে, রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বনরূপা সিএনজিঅটোরিকশা স্টেশনে এসে সমাবেশ করে।

বিজ্ঞাপন

এতে বাঙালিভিত্তিক ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কামাল উদ্দিন, ছাত্র প্রতিনিধি মো. শওকত হোসেন, মো. খলিলুর রহমান, মহিউদ্দিন নুহাশ, ইসমাঈল গাজী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার দেওয়া সম্প্রতি অর্থ ও খাদ্যশস্য বরাদ্দে স্বজনপ্রীতি ও সাম্প্রদায়িক আচরণ করা হয়েছে। যেখানে বাঙালিরা বঞ্চিত হয়েছে। একইসঙ্গে ভুয়া প্রকল্প দেখিয়ে এসব বরাদ্দ দেওয়া হয়। যার মধ্য দিয়ে বৈষম্য তৈরি করা হচ্ছে। এ সময় তারা বরাদ্দ বাতিলসহ উপদেষ্টা সুপ্রদীপ চাকমার পদত্যাগের দাবি জানান।

সমাবেশ শেষে প্রধান সড়কে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার কুশপুতুল পোড়ানো হয়। এদিকে, বাঙালিভিত্তিক সংগঠনের নেতাদের একাংশ দাবি করেছে, অনিয়মকে ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে নাটক সাজানো হয়েছে। তবে তাদের কেউই প্রকাশ্যে বক্তব্য দিতে রাজি হননি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ২৪, ২৫ ও ২৭ মার্চ তিন দফায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক খাতে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে নগদ অর্থ ও খাদ্যশস্য (চাল) বরাদ্দ দেওয়া হয়। এতে অনিয়ম, স্বজনপ্রীতি ও নয়-ছয়ের অভিযোগ ওঠেছে।

সারাবাংলা/এসডব্লিউ

কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা