ঈদের তারিখ ঘোষণা করল ব্রুনাই
আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৫ ১৭:২৯ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৬:৪৬
২৯ মার্চ ২০২৫ ১৭:২৯ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৬:৪৬
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনেই ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
শনিবার (২৯ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রুনাই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটিতে আজ রমজানের ২৮তম দিন। আগামীকাল রোববার (৩০ মার্চ) সেখানে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে, যা ঈদের শুরুর ইঙ্গিত দেয়।
আরও পড়ুন-মালয়েশিয়ায় ঈদ সোমবার
এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে।
সারাবাংলা/ইআ